বৃদ্ধ [ bṛddha ] বিণ. 1 বুড়ো, বয়োজ্যেষ্ঠ (বৃদ্ধ লোক); 2 প্রবীণ (জ্ঞানবৃদ্ধ); 3 প্রাচীন, পুরাতন (বৃদ্ধ বট); 4 বৃদ্ধিযুক্ত (প্রবৃদ্ধ)।
☐ বি. বুড়ো লোক, অধিকবয়স্ক ব্যক্তি (বৃদ্ধাশ্রম)।
[সং. √ বৃদ্ + ত]। স্ত্রী. বৃদ্ধা।
বৃদ্ধত্ব বি. বৃদ্ধের ভাব বা অবস্হা, বার্ধক্য।
বৃদ্ধপ্রপিতামহ বি. প্রপিতামহের পিতা, পিতার প্রপিতামহ।
স্ত্রী. বৃদ্ধপ্রপিতামহী।
বৃদ্ধপ্রমাতামহ বি. প্রমাতামহের পিতা।
স্ত্রী. বৃদ্ধপ্রমাতামহী।
বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুষ্ঠ বি. বুড়ো আঙুল, অঙ্গুষ্ঠ।
Leave a Reply