বৃত্তি [ bṛtti ] বি.
1 মনের ধর্ম শক্তি বা প্রবণতা, faculty (বুদ্ধিবৃত্তি, চিত্তবৃত্তি);
2 প্রবৃত্তি, স্বভাব (নীচবৃত্তি);
3 আচরণ (বকবৃত্তি);
4 জীবিকা (ভিক্ষাবৃত্তি, বৃত্তিমূলক শিক্ষা);
5 পেশা (বৃত্তিভেদ);
6 নিয়মিত জলপানি বা ভাতা (ছাত্রবৃত্তি);
7 অর্থপ্রকাশের ব্যাপারে শব্দের অন্তর্নিহিত শক্তি (লক্ষণাবৃত্তি, ব্যঞ্জনাবৃত্তি);
8 অক্ষরসংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ;
9 সূত্রার্থের ব্যাখ্যান বা টীকা (সূত্রবৃত্তি)।
[সং. বৃত্ + তি]।
বৃত্তিজীবী (-বিন্) বিণ. চাকুরিজীবী।
বৃত্তিভোগী (-গিন্) বিণ. চাকরি করে সংসার চলায় এমন, বৃত্তিজীবী।
বৃত্তিমূলক বিণ. চাকুরিসংক্রান্ত।
বৃত্তিমূলক শিক্ষা বি. যে শিক্ষার সমাপনান্তে চাকরি পাবার যোগ্যতা অর্জিত হয়; কোনো বৃত্তি বা চাকরির সঙ্গে সম্পর্কিত শিক্ষা।
বৃত্তীয় বিণ. বৃত্তি-সংক্রান্ত।
Leave a Reply