বৃত্ত [ bṛtta ] বি. 1 (জ্যামি.) যে গোলাকার ক্ষেত্রের মধ্যবিন্দু থেকে পরিধিরেখা সর্বত্র সমব্যবধানবিশিষ্ট; 2 চরিত্র, স্বভাব (দুর্বৃত্ত, রাজবৃত্ত); 3 অক্ষর বা মাত্রার সংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ (স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত)।
☐ বিণ. 1 গোলাকার, বর্তুল; 2 নিযুক্ত; 3 সংঘটিত (পুরাবৃত্ত, পুনরাবৃত্ত); 4 অভ্যস্ত; 5 জাত।
[সং. √ বৃত্ + ত]।
বৃত্তকলা বি. (জ্যামি.) দুই ব্যাসার্ধদ্বারা সীমাবদ্ধ বৃত্তাংশ; বৃত্তাংশ, sector.
বৃত্তগন্ধি বি. যে গদ্যরচনার অংশবিশেষকে অক্ষরবদ্ধ পদ্যের মতো মনে হয়।
বৃত্তস্হ বিণ. বৃত্তের অন্তর্ভুক্ত, বৃত্তের ভিতরকার।
বৃত্তাংশ বি. বৃত্তের অংশ।
Leave a Reply