বৃক্ষ [ bṛkṣa ] বি. শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, গাছ, তরু।
[সং. √ বৃক্ষ্ + অ, অথবা √ ব্রশ্চ্ + ক্স]।
বৃক্ষচর বিণ. বৃক্ষে বিচরণকারী।
বৃক্ষচ্ছায় বি. গাছের ছায়া; বৃক্ষশ্রেণির ছায়া।
বৃক্ষচ্ছায়া বি. গাছের ছায়া।
বৃক্ষবাটিকা বি. উদ্যান, বাগানবাড়ি।
বৃক্ষাগ্র বি. তরুশির, গাছের ডগা বা আগা।
বৃক্ষদনী বি. পরগাছা।
বৃক্ষান্তরাল বি. গাছের আড়াল।
Leave a Reply