বুলা1 [ bulā1 ] ক্রি. (প্রা. কা.) ভ্রমণ বা বিচরণ করা (‘ভ্রমর ঘুরিয়া ঘুরিয়া বুলে’: গো. দা.)।
[প্রাকৃ. √ বোল্ল + বাং. আ]।
বুলা2 [ bulā2 ] ক্রি. বুলানো। [বুলা1 দ্র]।
বুলানো ক্রি. বি. 1 আলতোভাবে ছুঁয়ে চালনা করা বা ঘষা (চুলে হাত বুলানো, কাগজে তুলি বুলানো); 2 অগভীরভাবে বা অবহেলাভরে চালনা করা (বইয়ে চোখ বুলানো)।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply