বুনা1, বোনা1 [ bunā1, bōnā1 ] ক্রি. বি. নতুন চারা উত্পাদনের শস্যবীজাদি খেতে ছড়ানো বা বপন করা (বীজ বোনা)।
☐ বিণ. উক্ত অর্থে (অসময়ে বোনা বীজ)।
[< সং. বপন]।
বুনা2, বোনা2 [ bunā2, bōnā2 ] ক্রি. বি. 1 বয়ন করা; সুতো বা পশম দিয়ে কাপড় ইত্যাদি তৈরি করা (উল বোনা); 2 মাদুর, জাল ইত্যাদি তৈরি করা (মাদুর বোনা, পাটি বোনা, জাল বোনা)।
[< সং. বয়ন্]।
বুনান, বুনানি, বুনন, বুননি, বুনুনি বি. 1 বস্ত্রাদির বয়নকার্য বা বয়নকৌশল; 2 বস্ত্রাদির জমি; 3 বয়নের মজুরি।
বুনানো, বোনানো ক্রি. বি. অন্যের দ্বারা বোনার কাজ করানো।
☐ বিণ. উক্ত অর্থে।
Leave a Reply