বুদ্ধি [ buddhi ] বি.
1 বোধ (স্বার্থবুদ্ধি, শুভবুদ্ধি);
2 বিচারশক্তি, মনের যে বৃত্তির দ্বারা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়;
3 জানার বা বোঝার ক্ষমতা (বুদ্ধিমান লোক);
4 মনোবৃত্তি, মতি (দুর্বুদ্ধি, পাপবুদ্ধি);
5 পরামর্শ, মন্ত্রণা (কে এমন বুদ্ধি দিল?);
6 কৌশল, ফন্দি (টাকা আদায়ের বুদ্ধি)।
[সং. √ বুধ্ + তি]।
বুদ্ধি খাটানো ক্রি. বি. মতলব করা, ফন্দি করা।
বুদ্ধিগম্য, বুদ্ধিগ্রাহ্য বিণ. বুদ্ধি দিয়ে জানা বা বোঝা যায় এমন।
বুদ্ধিচাতুর্য বি. সূক্ষ্ম বুদ্ধি, বুদ্ধিকৌশল।
বুদ্ধিজীবী (-বিন্) বিণ. বি. বুদ্ধিবলে বা বুদ্ধির কাজ করে জীবিকা অর্জন করে এমন; লেখাপড়া, বিদ্যাচর্চা বা বিদ্যাদান করাই যাঁদের প্রধান বৃত্তি।
বুদ্ধিতে বৃহস্পতি (দেবগুরু বৃহস্পতির মতো) অত্যন্ত বুদ্ধিমান।
বুদ্ধিনাশ, বুদ্ধিভ্রংশ, বুদ্ধিভ্রম, বুদ্ধিলোপ বি. বুদ্ধির লোপ।
বুদ্ধিবৃত্তি বি. জ্ঞানলাভের মানসিক শক্তি, বুদ্ধিরূপ শক্তি।
বুদ্ধিভ্রংশ বি. বুদ্ধিনাশ।
বুদ্ধিভ্রষ্ট বিণ. বুদ্ধিনাশ হয়েছে এমন।
বুদ্ধিমত্তা বি. বুদ্ধিশলিতা, মনীষা, ধীশক্তি।
বুদ্ধিমান (-মত্) বিণ. বুদ্ধিযুক্ত, জ্ঞানী; চালাক।
স্ত্রী. বুদ্ধিমতী।
বুদ্ধির ঢেঁকি বি. আকট বোকা, নির্বোধ লোক।
বুদ্ধিশুদ্ধি বি. বিচার-বিবেচনার শক্তি।
বুদ্ধিশূন্য, বুদ্ধিহীন বিণ. নির্বোধ, বোকা।
Leave a Reply