বুড়ি1 [ buḍ়i1 ] বি. পাঁচ গণ্ডা বা সিকি পণ (বুড়িকিয়া)। [সং. বোড্রী]।
বুড়ি2, বুড়ুটে [ buḍ়i2, buḍ়uṭē ] বিণ. স্ত্রী. বুড়ো [ buḍ়ō ]
1 বৃদ্ধ, বয়সে প্রবীণ (বুড়ো মানুষ);
2 প্রাচীন, অতি পুরাতন (বুড়ো বট);
3 অকালপক্ব, ফাজিল, জ্যাঠা (এতটুকু ছেলের বুড়ো বুড়ো কথা)।
Leave a Reply