বুড়ো [ buḍ়ō ] বিণ.
1 বৃদ্ধ, বয়সে প্রবীণ (বুড়ো মানুষ);
2 প্রাচীন, অতি পুরাতন (বুড়ো বট);
3 অকালপক্ব, ফাজিল, জ্যাঠা (এতটুকু ছেলের বুড়ো বুড়ো কথা)।
☐ বি. বুড়ো লোক (যুবা-বুড়ো সবাই)।
বুড়া ক্রি. বুড়ো হওয়া, বুড়ানো (অকালে বুড়িয়ে গেছে)।
[প্রাকৃ. বুড়্ঢ-তু. হি. বুড়্ঢা]।
স্ত্রী. বুড়ি।
বুড়োআঙুল বি. বৃদ্ধাঙ্গুলি, অঙ্গুষ্ঠ।
বুড়োনো ক্রি. বি. বৃদ্ধ হওয়া। ☐ বিণ. উক্ত অর্থে।
বুড়োটে, বুড়ুটে বিণ. বুড়োর তুল্য (বুড়োটে স্বভাব); প্রায় বুড়ো।
বুড়োপনা, বুড়োমি বি. বৃদ্ধ না হয়েও বৃদ্ধের মতো আচরণ; পাকামি, জ্যাঠামি।
পাকাবুড়ি বি. বিণ. (স্ত্রী.) (কৌতু.) (ছোটো মেয়ে হয়েও) বৃদ্ধার মতো আচরণকারিণী।
Leave a Reply