বুঝা, বোঝা1[ bujhā, bōjhā ] ক্রি. বি.
1 বোধ করা, উপলব্ধি করা, জানা (অর্থ বোঝা, কথার মানে বুঝল না);
2 পরীক্ষা করে জানা, বিচার করে জানা (হিসাব বুঝে নাও);
3 বিচার বিবেচনা করা (বুঝে জবাব দাও);
4 টের পাওয়া, অনুভব করা (বুঝতে পারছি সে রেগেছে, বুঝতে পারছি পেট খারাপ হবে)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
[প্রাকৃ. √ বুজ্ঝ + আ]।
বুঝানো ক্রি. বি. 1 বোধ দেওয়া, উপলব্ধি করানো, শেখানো (পড়া বুঝানো); 2 উপদেশ দেওয়া বা যুক্তি দেখানো (বুঝিয়ে রাজি করানো); 3 সান্ত্বনা দেওয়া (মনকে বোঝাও)।
বোঝাপড়া বি. কথাবার্তার দ্বারা নিষ্পত্তি বা মীমাংসা; সমঝোতা।
বোঝাবুঝি বি. পরস্পর বা পরস্পরকে বোঝা (ভুল বোঝাবুঝি)।
বোঝা2 [ bōjhā2 ] বি. ভার, মোট, যা বহন করা হয় (‘এ বোঝা আমার নামাও বন্ধু নামাও’: রবীন্দ্র)।
[তু. হি. বোঝা (=ভার, মোট)]।
বোঝাই বি. ভারস্হাপন; পূর্ণ বা ভরতি করা (‘বোঝাই করা কলসি হাঁড়ি’: রবীন্দ্র)।
☐ বিণ. পূর্ণ, ভরতি, মাল যাত্রী প্রভৃতিতে পূর্ণ (মালবোঝাই লরি, বোঝাই নৌকো)।
Leave a Reply