বুঝ [ bujha ] বি. 1 প্রবোধ (মন বুঝ মানে না); 2 বোধ, জ্ঞান (বুঝসুঝ নেই); 3 ব্যাখ্যা, কৈফিয়ত (হিসাবের বুঝ দেওয়া); 4 যথাযথ হিসাব (টাকার বুঝ); 5 বিচার।
[বুঝা দ্র]।
বুঝদার বিণ. বোঝে এমন; সহানুভূতিশীল (বুঝদার লোক)।
বুঝসুজ, বুঝসুঝ বি. 1 বিচার বিবেচনা; 2 বোধ, কাণ্ডজ্ঞান; 3 জ্ঞান।
Leave a Reply