বুজা, বোজা [ bujā, bōjā ] ক্রি. বি. 1 বন্ধ বা নিমীলিত করা বা হওয়া (চোখ বুজে থাকো); 2 ভরাট করা বা হওয়া (গর্ত বুজেছে)।
☐ বিণ. উক্ত দুই অর্থে। [বাং. √ বুজ্ + আ]।
বুজানো ক্রি. বি. বন্ধ বা নিমীলিত করা বা করানো; ভরাট করা বা করানো (গর্ত বোজানো)।
☐ বিণ. উক্ত উভয় অর্থে।
Leave a Reply