বুক1 [ buka1 ] বি.
1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা);
2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও);
3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)।
[সং. বক্ষঃ, বুক্ক]।
বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)।
বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা।
বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা।
বুকজল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল।
বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া।
বুকজুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)।
বুকজোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)।
বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ করা বা মনে সাহস আনা।
বুকডন বি. ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ।
বুক ঢিপ ঢিপ করা ক্রি. বি. ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া।
বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া।
বুক দিয়ে পড়া ক্রি. বি. যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে আসা।
বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া।
বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া।
বুকফাটা বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)।
বুক ফোলানো ক্রি. বি. গর্বিত ভাব প্রকাশ করা।
বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা।
বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উত্সাহ ও আশা নষ্ট হওয়া।
বুকভাঙা বিণ. 1 আশা ও উত্সাহ নষ্ট হয়েছে এমন; 2 মর্মান্তিক।
বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উত্সাহ দূর হওয়া; অত্যন্ত নিরুত্সাহ হওয়া।
বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া।
বুকেপিঠে করে মানুষ করা ক্রি. বি. অত্যন্ত আদরযত্নে লালনপালন করা।
বুকে বসে দাড়ি ওপড়ানো ক্রি. বি. আশ্রয়দাতার বা প্রতিপালকের অনিষ্ট।
বুকে বাঁশ ডলা ক্রি. বি. খুব নির্যাতন করা।
বুকের পাটা বি.
1বুকের ছাতি;
2 (আল.) সাহস;
3 দুঃসাহস (‘তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা’: রা. প্র.)।
বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া।
বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে।
বুকে হাত দিয়ে বলা ক্রি. বি. সাহসের সঙ্গে বা বিবেকের নির্দেশ মেনে বলা।
বুকে হাঁটা ক্রি. বি. হামাগুড়ি দেওয়া।
বুক2 [ buka2 ] বি.
1 অগ্রিম মূল্য দিয়ে বা লিখিত দাবি করে আসন ইত্যাদি সংরক্ষণ (সিট বুক করে রেখেছে);
2 রেলে মালপত্র পাঠাবার ব্যবস্হা (লাগেজ বুক করা);
3 (বই, হিসাবের খাতা ইত্যাদি (লগবুক)।
[ইং. book]।
Leave a Reply