বীর [ bīra ] বিণ. 1 বলবান ও সাহসী, শূর; 2 রণকুশল; 3 তেজস্বী; 4 প্রধান, শ্রেষ্ঠ (ধর্মবীর, দানবীর); 5 তান্ত্রিক বীরাচারী।
☐ বি. 1 বলবীর্যসম্পন্ন পুরুষ, বীরপুরুষ; 2 কাব্যের রসবিশেষ; 3 তান্ত্রিক কুলাচারবিশেষ; 4 (বাং.) বানরদলের নেতা, গোদা।
[সং. √ বীর্ + অ]।
বি. বীরত্ব।
বীরগাথা বি. বীরপুরুষদের কীর্তির কাহিনি সংবলিত গান বা কাব্য।
বীরনারী বি. বীরত্বপূর্ণা নারী; বীরের স্ত্রী।
বীরপ্রসবিনী, বীরপ্রসূ বিণ. বীর সন্তান প্রসবকারিণী।
বীরবর বি. শ্রেষ্ঠ বীর।
বীরবৌলি বি. পুরুষের কানের গহনাবিশেষ, কুণ্ডল।
বীরভদ্র বি. 1 শিবানুচর বা রুদ্রবিশেষ; 2 নিত্যানন্দ প্রভুর পুত্র।
বীরভোগ্যা বিণ. কেবল বীরপুরুষের ভোগের উপযুক্তা (বীরভোগ্যা বসুন্ধরা)।
বীররস বি. বীরত্বব্যঞ্জক বা উদ্দীপনাজ্ঞাপক রস বা স্হায়ী ভাব।
Leave a Reply