বীজ [ bīja ] বি.
1 শস্যাদির বিচি বা আঁটি যা থেকে অঙ্কুর উত্পন্ন হয়;
2 সংরক্ষিত শস্য যা রোপণ করে নতুন ফসল উত্পাদন করা হয় (ধান্যবীজ);
3 জীবাণু (রোগের বীজ);
4 মূল কারণ (বিবাদের বীজ, হিংসার বীজ);
5 সন্তানোত্পাদক শুক্র বা বীর্য।
[সং. বি + √ জন্ + অ]।
বীজক বি. বীজ।
বীজকোষ বি. ফুলের যে অংশে বীজ থাকে।
বীজঘ্ন বিণ. জীবাণুনাশক, disinfectant (বি. প.)।
বীজতলা বি. খেতের যে নির্দিষ্ট জায়গায় চারা জন্মানো হয়।
বীজধান বি. নতুন বীজ উত্পাদনের উপযোগী ধান।
বীজপত্র বি. বীজদল, উদ্ভিদ-ভ্রুণের দুই পাশের মোটা পদার্থ।
বীজপুরুষ বি. বংশের প্রবর্তক বা আদিপুরুষ।
বীজবারক বিণ. জীবাণুর উত্পত্তি নিবারণ করে এমন, antiseptic (বি. প.)।
বীজবারণ বি. জীবাণুর উত্পত্তি নিবারণ।
Leave a Reply