বিহিত [ bihita ] বিণ. 1 বিধিমতো (শাস্ত্রবিহিত অনুষ্ঠান); 2 উচিত (কাজটা বিহিত হয়নি); 3 অনুষ্ঠিত, সম্পন্ন (সকলের উপস্হিতিতেই কাজটি বিহিত হল)।
☐ বি. 1 বিধান; 2 যথোচিত ব্যবস্হা; 3 (বাং.) প্রতিবিধান (এই অন্যায়ের একটা বিহিত করা দরকার)।
[সং. বি + √ ধা + ত]।
বিহিতক বি. 1 আইন, act (স. প.); 2 আদেশনামা।
বিহিতকাল বি. প্রশস্ত বা উপযুক্ত সময়; শুভ সময়।
Leave a Reply