বিহার1 [ bihāra1 ] বি. ভারতের পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যবিশেষ। [সং. বিহার + অ]।
বিহারি বি. বিহারের অধিবাসী।
☐ বিণ. 1 বিহার-সম্বন্ধীয় (বিহারি রীতি); 2 বিহারে উত্পন্ন (বিহারি গম)।
বিহার2 [ bihāra2 ] বি. 1 ক্রীড়া (জলবিহার); 2 রতিক্রীড়া; 3 ক্রীড়ার্থ ভ্রমণ বা বিচরণ; 4 বৌদ্ধ মঠ।
[সং. বি + √ হৃ + অ]।
বিহারী (-রিন্) বিণ. বিচরণকারী; প্রমোদরত (রাসবিহারী, বনবিহারী)।
স্ত্রী. বিহারিণী।
Leave a Reply