বিস্ময় [ bismaẏa ] বি. আশ্চর্য, চমত্কৃত ভাব বা অবস্হা।
[সং. বি + √ স্মি + অ]।
বিস্ময়কর, বিস্ময়জনক, বিস্ময়াবহ বিণ. আশ্চর্যজনক।
বিস্ময়চিহ্ন বি. ‘!’ এই চিহ্ন।
বিস্ময়বিহ্বল, বিস্ময়াকুল, বিস্ময়াবিষ্ট, বিস্মায়াভিভূত বিণ. বিস্ময়ে বিহ্বল বা হতবাক।
বিস্ময়ান্বিত, বিস্ময়াপন্ন বিণ. বিস্মিত, চমত্কৃত।
বিস্মিত বিণ. আশ্চর্যান্বিত; বিস্ময়যুক্ত।
বিস্ময়োতফুল্ল (বিস্ময়োত্ফুল্ল, বিস্ময়োৎফুল্ল) বিণ. বিস্ময়জনিত আনন্দে উদ্ভাসিত বা অভিভূত (বিস্ময়োত্ফুল্ল নয়ন)।
বিস্ময়োতপাদক (বিস্ময়োত্পাদক, বিস্ময়োৎপাদক) বিণ. বিস্ময় সৃষ্টিকারী, বিস্ময় জন্মায় এমন (বিস্ময়োত্পাদক ঘটনা)।
Leave a Reply