বিসর্জন [ bisarjana ] বি. 1 ত্যাগ (প্রাণবিসর্জন, অশ্রুবিসর্জন); 2 পূজাবসানে প্রতিমা জলে বিলোপ, নিরঞ্জন (বিসর্জনের বাজনা)।
[সং. বি + √ সৃজ্ + অন]।
বিসর্জন করা, বিসর্জন দেওয়া ক্রি. বি. 1 ত্যাগ করা (সীতাকে বিসর্জন করেন); 2 পূজান্তে প্রতিমা জলে নিক্ষেপ করা।
বিসর্জনীয় বিণ. বিসর্জনযোগ্য।
বিসর্জা ক্রি. (কাব্যে) বিসর্জন দেওয়া।
বিসর্জিত বিণ. বিসর্জন দেওয়া হয়েছে এমন।
স্ত্রী. বিসর্জিতা।
Leave a Reply