বিষুব [ biṣuba ] বি. যে সময়ে দিন ও রাত্রি সমান দীর্ঘ হয় equinox.
[সং. বিষু (দিন ও রাত্রির সমতা) + ব(অন্ত্যর্থে)]।
বিষুববৃত্ত বি. নিরক্ষবৃত্তের সমান্তরাল আকাশস্হ কাল্পনিক বৃত্ত, equinoctial (বি. প.)।
বিষুবরেখা বি. মেরুদ্বয় থেকে সমদূরবর্তী ভূগোলক বেষ্টনকারী কল্পিত রেখা, নিরক্ষরেখা, equator. (তু. পরি. ভূ-বিষুবরেখা)।
বিষুবলম্ব বি. বিষুববৃত্ত থেকে গ্রহনক্ষত্রের কৌণিক দূরত্ব, declination (বি. প.)।
বিষুবসংক্রান্তি বি. সূর্যের তুলামেষ-সংক্রান্তিবিশেষ।
বিষুবীয় বিণ. বিষুব-সংক্রান্ত।
Leave a Reply