বিষম [ biṣama ] বিণ. 1 দারুণ (বিষম ব্যস্ত, বিষম বিপদ); 2 দুঃসহ, বেজায় (বিষম তাপ, বিষম ক্রোধ); 3 সাংঘাতিক, উত্কট (বিষম দুর্ঘটনা); 4 অত্যন্ত কঠিন (বিষম সমস্যা); 5 অসমান (বিষম রাশি)।
☐ বি. (বাং.) (খাদ্যপানীয়াদি গেলার সময়) আকস্মিক শ্বাসরোধ ও হিক্কা (‘হাসি চাপিতে গিয়া বিষম খাইলেন’: ব. চ.)।
[সং. বি + সম]।
বিষমকাল বি. অপ্রশস্ত সময়, অসময়।
বিষমকোণ বি. অসমান কোণ।
বিষম বাহু বি. অসমান বাহু।
বিষম রাশি বি. অযুগ্ম বা বিজোড় রাশি।
Leave a Reply