বিষ [ biṣa ] বি.
1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ);
2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ);
3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)।
[সং. √ বিষ্ + অ]।
বিষকণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব।
☐ বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট।
বিষকন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী।
বিষকাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna.
বিষকুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ।
বিষক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব।
বিষঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক।
বিষণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)।
বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা।
বিষদ বিণ. বিষদায়ক।
বিষদন্ত, (কথ্য) বিষদাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি।
বিষদিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা।
স্ত্রী. বিষদিগ্ধা।
বিষদুষ্ট বিণ. বিষাক্ত।
বিষদৃষ্টি, বিষনয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ।
বিষধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ।
☐ বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ।
বিষনাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন।
বিষবিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন।
বিষপ্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো।
বিষফল বি. বিষাক্ত ফল।
বিষফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ।
বিষবত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)।
বিষবিদ্যা বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা।
বিষবৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়।
বিষবৈদ্য বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা।
বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)।
বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া।
বিষমুখ বি. বিষযুক্ত মুখ।
☐ বিণ. কটুভাষী।
বিষহর বিণ. বিষনাশক।
স্ত্রী. বিষহরা।
বিষহরী বি. (স্ত্রী.) মনসাদেবী।
Leave a Reply