বিশ্লেষ [ biślēṣa ] বি. 1 অসংযোগ, বিচ্ছেদ, এক থেকে অন্যকে আলাদা করা; 2 বিভাগ; 3 বিচ্যুতি।
[সং. বি + √ শ্লিষ্ + অ]।
বিশ্লিষ্ট বিণ. যার বিভিন্ন অংশ বা উপাদান পৃথক করা হয়েছে; বিযুক্ত; বিচ্ছিন্ন (পরস্পর-বিশ্লিষ্ট); পৃথক্কৃত।
বিশ্লেষণ বি. 1 পৃথক্করণ; 2 বিভিন্ন অংশ বা উপাদান পৃথক করে নিয়ে পর্যবেক্ষণ ও তত্ত্বনিরূপণ 3 (বাং.) বিশদ আলোচনা।
বিশ্লেষিত বিণ. বিশ্লিষ্ট করা হয়েছে এমন।
Leave a Reply