বিশ্ব [ biśba ] বি. পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড; পৃথিবী, ভূবন, জগত্।
☐ বিণ. সর্ব, সমগ্র, যাবতীয় (বিশ্বসংসার, বিশ্বমানব)।
[সং. √ বিশ্ + ব]।
বিশ্বকবি বি. পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য।
বিশ্বকর্মা (-র্মন্) বি. দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা।
বিশ্বকেতু বি. মদন, কামদেব।
বিশ্বকোষ, বিশ্বকোশ বি. পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia.
বিশ্বগ্রাসী (-সিন্) বিণ. সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন (বিশ্বগ্রাসী ক্ষুধা)।
বিশ্বচক্র বি. বিশ্বজগত্, চরাচর।
বিশ্বচরাচর বি. স্থাবর-জঙ্গমাদিসহ মানবজাতি।
বিশ্বজনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। ☐ বি. যজ্ঞবিশেষ।
বি. বিশ্বজনীনতা।
বিশ্বজোড়া বিণ. পৃথিবীব্যাপী (‘বিশ্বজোড়া ফাঁদ পেতেছ’: রবীন্দ্র)।
বিশ্বতোমুখী বিণ. সর্বতোমুখী; সর্বাত্মক (বিশ্বতোমুখী প্রতিভা)।
বিশ্বত্রাস বিণ. পৃথিবীর সমস্ত লোককে যে ভীত করে।
বিশ্বদেব বি. 1 অগ্নি; 2 বিশ্বের দেবতা; 3 গণদেবতাবিশেষ।
বিশ্বনাথ বি. 1 জগদীশ্বর; 2 মহাদেব।
বিশ্বনিন্দুক (অপ্র.) বিশ্বনিন্দক বিণ. সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে।
বিশ্বপরিক্রমা বি. সমগ্র পৃথিবী ভ্রমণ বা পরিক্রমা।
বিশ্বপা বি. 1 জগত্পালক, পরমেশ্বর; 2 সূর্য; 3 চন্দ্র; 4 অগ্নি।
বিশ্বপাতা (-তৃ) বিণ. বি. জগত্পালক।
বিশ্বপ্রকৃতি বি. সমগ্র বিশ্ব; বিশ্বের প্রকৃতি।
বিশ্বপ্রেম বি. সর্বজনের প্রতি সমান প্রেম বা প্রীতি।
বিশ্বপ্রেমিক বিণ. বি. বিশ্বের সকল মানুষ ও প্রাণীকে ভালোবাসে এমন।
বিশ্ববকা, বিশ্ববকাট, বিশ্ববকাটে, বিশ্ববখা, বিশ্ববখাটে বিণ. যত্পরোনাস্তি ফাজিল বা বখে-যাওয়া।
বিশ্ববাসী (-সিন্) বিণ. জগদ্বাসী, জগতে বাসকারী (বিশ্ববাসী প্রাণী)।
☐ বি. জগতের সমগ্র মানবজাতি।
বিশ্ববিখ্যাত বিণ. সারা পৃথিবীতে খ্যাত।
বিশ্ববিজয়ী বিণ. সমগ্র পৃথিবীকে জয়কারী।
বিশ্ববিদ্যালয় বি. সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য উচ্চতম প্রতিষ্ঠান, university.
বিশ্ববিধাতা (-তৃ) বি. সৃষ্টিকর্তা, ঈশ্বর।
বিশ্ববিমোহন, বিশ্ববিমোহী (-হিন্) বিণ. সমগ্র জগত্-মুগ্ধকারী।
স্ত্রী. বিশ্ববিমোহিনী।
বিশ্ববিশ্রুত বিণ. সারা জগতে প্রসিদ্ধ।
বিশ্ববীক্ষা বি. সমগ্র বিশ্ব সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা।
বিশ্বব্যাপী (-পিন্) বিণ. পৃথিবীর সকল স্হানে বিস্তৃত, সর্বত্র বর্তমান।
বিশ্বব্রহ্মাণ্ড বি. সমস্ত জগত্, ত্রিভুবন।
বিশ্বভাষা বি. পৃথিবীর সকল স্হানের ও মানুষের মধ্যে প্রচলিত একই ভাষা।
বিশ্বভ্রাতৃত্ব বি. পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবত্ সৌহার্দ্য।
বিশ্বমৈত্রী বি. বিশ্বের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব।
বিশ্বম্ভর বিণ. বি. বিশ্বকে যিনি ধারণ করেন।
বিশ্বম্ভরা বি. পৃথিবী।
বিশ্বযুদ্ধ বি. সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধ।
বিশ্বরূপ, বিশ্বমূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর।
বিশ্বলোক,বিশ্বসংসার বি. নিখিল জগত্।
বিশ্বশান্তি বি. পৃথিবীর সব দেশের মানুষের শান্তি।
বিশ্বসাহিত্য বি. বিশ্বের সাহিত্য; সর্বদেশকালোপযোগী সাহিত্য।
Leave a Reply