বিশিষ্ট [ biśiṣṭa ] বিণ.
1 অ-সাধারণ (বিশিষ্ট অতিথি, বিশিষ্ট নাগরিক);
2 বিশেষপ্রকার, অতিশয় গুরুত্বপূর্ণ (বিশিষ্ট কর্তব্য, বিশিষ্ট গুণ);
3 বিখ্যাত (বিশিষ্ট কবি);
4 সংবলিত, যুক্ত (লেজবিশিষ্ট, গুণবিশিষ্ট)।
[সং. বি + √ শিষ্ + ত]।
বিশিষ্টতা বি. অসাধারণত্ব (প্রতিভার বা গুণের বিশিষ্টতা, কার্যাবলির বিশিষ্টতা)।
Leave a Reply