বিশল্য [ biśalya ] বিণ. 1 শল্যহীন বা শলাকাহীন; 2 বেদনাহীন; 3 ভাবনাহীন।
[সং. বি (=বিগত) + শল্য]।
বিশল্যকরণী বি. (রামা.) শল্য-উন্মোচন ও ব্যথানিবারণের ওষুধরূপে বর্ণিত লতাবিশেষ।
বিশল্যা বিণ. বিশল্য -র স্ত্রীলিঙ্গ; প্রসববেদনাহীন।
☐ বি. বেদনানাশক লতাবিশেষ, গুলঞ্চ।
Leave a Reply