বিলি [ bili ] বি.
1 বিতরণ (চিঠি বিলি করা);
2 বন্দোবস্ত, খাজনার বিনিময়ে প্রদান (জমি বিলি);
3 সম্পাদনের দায়িত্ব অর্পণ বা বণ্টন (কাজ বিলি);
4 শৃঙ্খলা।
[বাং. √ বিলা + ই]।
বিলিবন্দোবস্ত বি. খাজনার বিনিময়ে প্রদান (জমির বিলি-বন্দোবস্ত এখনও সম্পূর্ণ হয়নি)।
Leave a Reply