বিলাস [ bilāsa ] বি.
1 সুখভোগ (ভ্রমণবিলাস);
2 বাবুগিরি (বিলাসে অভ্যস্ত);
3 লীলা, কেলি, বিহার, প্রমোদ (বিলাসভবন);
4 শৌখিনতা (কল্পনাবিলাস);
5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি (কটাক্ষবিলাস)।
[সং. বি + √ লস্ + অ]।
বিলাসকক্ষ বি. (সচ. ধনী ব্যক্তির) আমোদপ্রমোদের জন্য নির্দিষ্ট ঘর।
বিলাসকানন বি. আমোদপ্রমোদের জন্য ব্যবহৃত উদ্যান।
বিলাসদ্রব্য বি. আর্থিক স্বচ্ছলতাযুক্ত ব্যক্তিদের ব্যবহার্য মূল্যবান দ্রব্যাদি, luxury goods.
বিলাসব্যসন বি. বাবুগিরি; শৌখিনতা।
বিলাসসামগ্রী বি. শৌখিন ও মূল্যবান দ্রব্য যা সচরাচর আর্থিক সচ্ছলতা যুক্ত লকে কেনে, luxury goods.
বিলাসিতা বি. বিলাসপূর্ণ চালচলন; অমিতব্যয়িতা, শৌখিনতা।
বিলাসী (-সিন্) বিণ.
1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত;
2 অনুরাগী স্বামী বা পতি (‘ঊর্মিলা-বিলাসী’: মধু.)।
বিলাসিনী বিণ. (স্ত্রী.) বিলাসপরায়ণ।
☐ বি. 1 নারী; 2 প্রিয়া।
Leave a Reply