বিলাত1 [ bilāta1 ] বি. অনাদায় (বিলাত বাকি)।
[আ. ফা. বিলায়ত্]।
বিলাত2 [ bilāta2 ] বি. 1 ইংল্যাণ্ড; 2 ইয়োরোপ।
[আ. ফা. বিলায়াত্]।
বিলাতফেরত, বিলাতফেরতা বিণ. ইংল্যাণ্ড বা ইয়োরোপ ঘুরে এসেছে এমন (বিলাতফেরত ডাক্তার)।
বিলাতি, (কথ্য) বিলিতি বিণ. বিলাতে উত্পন্ন বা প্রচলিত; বিলাত থেকে আমদানি হয়ে এদেশে প্রচলিত।
বিলাতিয়ানা বি. বিলাতি চালচলন।
বিলাতি বেগুন বি. টম্যাটো।
বিলাতি মাটি বি. সিমেণ্ট।
Leave a Reply