বিলসন [ bilasana ] বি. 1 বিলাস, লীলা; 2 ক্রীড়া; 3 হাবভাবপ্রদর্শন; 4 শোভা; 5 স্ফুরণ, প্রকাশ, বিকাশ।
[সং. বি + √ লস্ + অন]।
বিলসা ক্রি. (কাব্যে) বিলাস করা; লীলাভরে বিচরণ করা (‘দ্যুলোকে ভূলোকে বিলসিছ’: রবীন্দ্র)।
বিলসিত বিণ. শোভিত; ক্রীড়িত; স্ফুরিত; বিকশিত।
☐ বি. বিলসন।
Leave a Reply