বিরুদ্ধ [ biruddha ] বিণ. 1 প্রতিকূল, পরিপন্হী; 2 বিপরীত, উলটো (বিরুদ্ধ মত); 3 বিরোধী (বিরুদ্ধ পক্ষ)।
[সং. বি + √ রুধ্ + ত]।
বিরুদ্ধতা বি. প্রতিকূলতা (প্রকৃতির বিরুদ্ধতা); বিরোধিতা।
বিরুদ্ধবাদী (-দিন্) বিণ. বিরুদ্ধ মতাবলম্বী; বিরোধী।
বিরুদ্ধবাদিতা, বিরুদ্ধাচরণ, বিরুদ্ধাচার বি. প্রতিকূলতা; বিপক্ষতা; শত্রুতা।
বিরুদ্ধে ক্রি-বিণ. বিপক্ষে (প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়া)।
Leave a Reply