বিরাম [ birāma ] বি. 1 বিরতি (বিরামচিহ্ন); 2 ক্ষান্তি, অবসান (বৃষ্টির বিরাম নেই, চেষ্টার বিরাম নেই); 3 নিবৃত্তি; 4 বিশ্রাম।
[সং. বি + √ রম্ + অ]।
বিরামচিহ্ন বি. বাক্যের মধ্যে বা শেষে যতির নানাবিধ চিহ্ন।
বিরামহীন বিণ. বিরতি বা ক্ষান্তি নেই এমন; বিশ্রাম নেই এমন (বিরামহীন খাটুনি)।
Leave a Reply