বিরাগ [ birāga ] বি.
1 অনুরাগের অভাব (রাগ-বিরাগ);
2 ঔদাসীন্য, নিস্পৃহতা, বৈরাগ্য (সংসারে বিরাগ);
3 বিরক্তি, অপ্রসন্নতা (বিরাগভাজন)।
[সং. বি + √ রন্জ্ + অ]।
বিরাগভাজন বিণ. অপ্রিয়।
বিরাগী (-গিন্) বিণ. বিরাগযুক্ত; উদাসীন, নিস্পৃহ; বিরক্ত।
স্ত্রী. বিরাগিণী।
Leave a Reply