বিরহ [ biraha ] বি. 1 প্রয়িজনের সঙ্গে বিচ্ছেদ (বিরহবেদনা); 2 অভাব; 3 শৃঙ্গার রসের অন্যতম অবস্হা।
[সং. বি + √ রহ্ + অ]।
বিরহজ্বালা, বিরহানল বি. বিরহজনিত অন্তর্দাহ।
বিরহাতুর বিণ. প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদের জন্য কাতর।
বিরহিত বিণ. 1 বিহীন; বর্জিত; 2 বিযুক্ত।
বিরহী (-হিন্) বিণ. বিরহপীড়িত।
স্ত্রী. বিরহিণী।
Leave a Reply