বিরল [ birala ] বিণ.
1 কদাচিত্ ঘটে বা দেখা যায় এমন (এমন দেশপ্রেম বিরল, বিরল ঘটনা);
2 ফাঁকযুক্ত, অনিবিড় (বিরলদন্ত);
3 অতি অল্প (জনবিরল, বিরল প্রয়োগ)।
☐ বি. (বাং.) নির্জন স্হান (‘বসিয়া বিরলে’: চণ্ডী)।
[সং. বি + √ রা + অল]।
বি. বিরলতা।
বিরলকেশ বিণ. মাথায় চুল নেই বা কম এমন (বিরলকেশ বৃদ্ধ)।
Leave a Reply