বিয়োগ [ biẏōga ] বি. 1 বিচ্ছেদ, বিরহ (বিয়োগব্যথা); 2 মৃত্যু (আত্মীয়বিয়োগ); 3 অভাব; 4 (গণি.) এক রাশি থেকে জন্য রাশি বাদ দেওয়া, ব্যবকলন।
[সং. বি + যুজ্ + অ]।
বিয়োগফল বি. (গণি.) বিয়োগ করার পর যে রাশি অবশিষ্ট থাকে।
বিয়োগবিধুর বিণ. বিচ্ছেদের কষ্টে কাতর।
বিয়োগব্যথা বি. বিচ্ছেদের বা বিরহের কষ্ট।
বিয়োগান্ত বিণ. 1 নায়ক-নায়িকার বিচ্ছেদে পরিসমাপ্ত (বিয়োগান্ত নাটক); 2 দুঃখে যার সমাপ্তি।
বিয়োগী (-গিন্) বিণ. (বাং. অপ্র.) বিচ্ছেদযুক্ত; বিরহী।
স্ত্রী. বিয়োগিনী।
Leave a Reply