বিম্ব [ bimba ] বি. 1 বুদ্বুদ (‘জলের বিম্ব জলে পায় লয়’); 2 প্রতিবিম্ব, ছায়া; 3 প্রতিবিম্বের মূল বস্তু; 4 (প্রধানত চন্দ্রের বা সূর্যের) মণ্ডল; 5 তেলাকুচো ফল (বিম্বাধর)।
[সং. √ বী + ব, ন্ আগম]।
বিম্বক বি. তেলাকুচো ফল।
বিম্বাগত, বিম্বিত বিণ. প্রতিফলিত, প্রতিবিম্বিত।
বিম্বাধর, বিম্বোষ্ঠ, বিম্বৌষ্ঠ বি. পাকা তেলাকুচো ফলের মতো টুকটুকে লাল ঠোঁট।
☐ বিণ. ওইরকম ঠোঁটবিশিষ্ট (‘পক্ব বিম্বাধরোষ্ঠী’)।
Leave a Reply