বিমোহ [ bimōha ] বি. মনের জড়তা, মনের মোহাচ্ছন্নতা, মোহ।
[সং. বি + মোহ]।
বিমোহন বি. মুগ্ধকরণ, মুগ্ধ করা; মোহ জন্মানো।
☐ বিণ. মোহজনক; মুগ্ধ করে এমন (‘ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন’: রবীন্দ্র)।
বিমোহা ক্রি. (কাব্যে) মোহিত করা।
বিমোহিত বিণ. মোহগ্রস্ত; মুগ্ধ, অভিভূত; মূর্ছিত।
Leave a Reply