বিমুখ [ bimukha ] বিণ.
1 নিবৃত্ত, স্পৃহাহীন (ভোগবিমুখ);
2 প্রতিকূল (ভাগ্যবিমুখ);
3 অপ্রসন্ন (দেবতা বিমুখ);
4 প্রার্থনা পূর্ণ করা হয়নি এমন (তাকে বিমুখ কোরো না)।
[সং. বি + মুখ]।
বিমুখা ক্রি. (কাব্যে) নিবৃত্ত করা; অপ্রসন্ন বা প্রতিকূল করা; প্রার্থনা পূরণ না করা।
Leave a Reply