বিভেদ [ bibhēda ] বি.
1 প্রভেদ, পার্থক্য;
2 দলাদলি (বিভেদ তুলে একসঙ্গে কাজ করা);
3 বিভাগ;
4 বিদারণ, বিদীর্ণ করা।
[সং. বি + ভেদ]।
বিভেদক বিণ. বিভেদকারী।
বিভেদকামী (-মিন্) বিণ. বিভেদ বা অনৈক্য কামনা করে এমন।
বিভেদন বি. বিভেদ করা; বিদারণ।
বিভেদপন্হী বিণ. বিভেদ বা অনৈক্য সৃষ্টি করে বা তাকে সমর্থন করে এমন।
Leave a Reply