বিভূতি [ bibhūti ] বি.
1 ভগবানের ঐশ্বর্য বা শক্তি;
2 সমৃদ্ধি;
3 অষ্টবিধ যোগলব্ধ ঐশ্বর্য-যথা অণিমা লঘিমা ব্যাপ্তি প্রাকাম্য মহিমা ঈশিত্ব বশিত্ব ও কামাবসায়িতা;
4 ভস্ম, (বিভূতিভূষিত অঙ্গ)।
[সং. বি + √ ভূ + তি]।
বিভূতিভূষণ বিণ. ভস্ম যার অঙ্গের ভূষণ।
☐ বি. 1 শিব; 2 ভস্মরূপ অলংকার।
Leave a Reply