বিভীষণ [ bibhīṣaṇa ] বিণ. অতি ভয়ংকর।
☐ বি.
1 রাবণের কনিষ্ঠ ভ্রাতা;
2 (আল.) ঘরের শত্রু (বিভীষণদের সম্পর্কে সাবধান থেকো)।
[সং. বি + ভীষণ]।
বিভীষণ-বাহিনী বি. দেশের ভিতরে শত্রুতর দল, যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষে স্বদেশের শত্রুদের সঙ্গে যোগ দেয়, fifth column.
ঘরের শত্রু বিভীষণ যে ব্যক্তি (শত্রুপক্ষে যোগ দিয়ে) নিজ দেশের বা পরিবারের বা প্রতিষ্ঠানের সর্বনাশ করে।
Leave a Reply