বিভাবন [ bibhābana ] বি. 1 বিবেচনা, চিন্তন; 2 অবধারণ; 3 প্রকাশন, খ্যাপন।
[সং. বি + √ ভূ + ণিচ্ + অন]।
বিভাবনা বি. 1 বিভাবন; 2 কাব্যালংকারবিশেষ-যথা বিনা মেঘে বজ্রপাত।
বিভাবনীয়, বিভাব্য বিণ. বিভাবনযোগ্য।
বিভাবিত বিণ. 1 বিবেচিত; 2 নির্ধারিত; 3 অনুভূত; 4 বিশেষভাবে ভাবাবিষ্ট (‘গোরাভাবে বিভাবিত’)।
Leave a Reply