বিভাগ [ bibhāga ] বি.
1 ভাগ, বণ্টন (সম্পত্তিবিভাগ);
2 খণ্ড, অংশ;
3 সরকারি ভাগ-অনুযায়ী জেলা-সমষ্টি অঞ্চল (প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ);
4 ভেদ, পার্থক্য (শ্রেণিবিভাগ);
5 বৃহত্ প্রতিষ্ঠানের অংশ, department;
6 সরকারি দপ্তর, department (বিচারবিভাগ)।
[সং. বি + √ ভজ্ + অ]।
বিভাগীয় বিণ. বিভাগ-সম্বন্ধীয়; দেশের বা প্রতিষ্ঠানের বিভাগ-সম্পর্কিত বা বিভাগে নিযুক্ত (বিভাগীয় প্রধান)।
বিভাগীয় বিপণি বি. যে বড়ো দোকানের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের সামগ্রী বিক্রয় হয়, departmental store.
Leave a Reply