বিবিক্ত [ bibikta ] বিণ.
1 অসম্পৃক্ত, আলাদা, স্বতন্ত্র, পৃথক (‘জাতিভেদে বিবিক্ত মানুষ’: সু. দ.);
2 নির্জন, জনহীন, নিভৃত (‘বৃষ্টির বিবিক্ত দিনে’: সু. দ.);
3 একাগ্র;
4 বিশুদ্ধ।
[সং. বি + √ বিচ্ + ত]।
বিবিক্তসেবী (-বিন্) বিণ. নির্জন স্হানে বাসকারী।
বিবিক্তি বি. একাকিত্ব; নির্জনতা (‘বিবিক্তিতে তাই মুমূর্ষার প্রতিকার নাই’: সু. দ.)।
Leave a Reply