বিবাহ [ bibāha ] বি. একটি পুরুষ ও একটি নারীর স্বামী-স্ত্রী হিসাবে জীবনযাপন করার সামাজিক বিধি; পরিণয়, উদ্বাহ।
[সং. বি + √ বহ্ + অ]।
বিবাহবিচ্ছেদ বি. আইনবলে স্বামী-স্ত্রীর দাম্পত্যজীবনের অবসান, divorce.
বিবাহার্থী (-র্থিন্) বিণ. বিবাহ করতে ইচ্ছুক।
বিবাহিত বিণ. বিবাহ করেছে এমন, পরিণীত। স্ত্রী. বিবাহিতা।
Leave a Reply