বিবাদ [ bibāda ] বি.
1 কলহ, ঝগড়া;
2 বিরোধ;
3 তর্কাতর্কি;
4 মামলা-মোকদ্দমা;
5 লড়াই।
[সং. বি + √ বদ্ + অ]।
বিবাদপ্রিয় বিণ. ঝগড়াটে।
বিবাদবিসংবাদ বি. ঝগড়াঝাটি।
বিবাদী (-দিন্) বিণ. বিবাদকারী।
☐ বি.
1 মোকদ্দমায় প্রতিপক্ষ;
2 (সংগীতে) বাদী স্বরের বিরোধী স্বর।
স্ত্রী. বিবাদিনী।
Leave a Reply