বিপ্লব [ biplaba ] বি.
1 (রাষ্ট্র সমাজ প্রভৃতির) আমূল ও অতি দূত পরিবর্তন (ফরাসি বিপ্লব, চিন্তাজগতের বিপ্লব);
2 বিদ্রোহ;
3 ব্যাপক ধ্বংস।
[সং. বি + √ প্লু + অ]।
বিপ্লবী (-বিন্) বিণ. বি. বিপ্লব ঘটাতে ইচ্ছুক বা চেষ্টিত; বিপ্লবের সমর্থক।
বিপ্লববাদ বি. বিপ্লবের সমর্থন বা বিপ্লবের পন্হার সমর্থন।
বিপ্লবাত্মক বিণ. বৈপ্লবিক; বিরাট ও আমূল পরিবর্তনমূলক।
Leave a Reply