বিপ্রকর্ষ [ biprakarṣa ] বি.
1 দূরত্ব;
2 দূরে অবস্হান;
3 (ব্যাক.) স্বরভক্তি অর্থাত্ উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনবর্ণের মধ্যে স্বরধ্বনির আনয়ন-যথা কর্ম > করম, স্নান > সিনান।
[সং. বি + প্র + √ কৃষ্ + অ]।
বিপ্রকর্ষণ বি. দূরে সরিয়ে দেওয়া; বিকর্ষণ; ঠেলা।
বিপ্রকৃষ্ট বিণ.
1 বিপ্রকর্ষণ করা হয়েছে এমন;
2 দূরবর্তী।
Leave a Reply