বিপুল [ bipula ] বিণ.
1 বিশাল (বিপুল সমারোহ);
2 প্রচুর (বিপুল ঐশ্বর্য, বিপুল সংবর্ধনা);
3 অতি বৃহত্, বিরাট (বিপুলকায়);
4 প্রশস্ত (বিপুল সমুদ্র);
5 স্হূল (বিপুল স্কন্ধ);
6 মহান (বিপুল অন্তর, বিপুল হৃদয়)।
[সং. বি + √ পুল্ + অ]।
স্ত্রী. বিপুলা।
বিপুলায়তন বিণ. বিরাট আকারের, অতি বিরাট (বিপুলায়তন ভূখণ্ড)।
Leave a Reply